আজকে আমাদের আলোচনার বিষয় ক্যরিয়ারের সাথে আগ্রহ, যোগ্যতা ও মূল্যবোধের সম্পর্ক
Table of Contents
ক্যরিয়ারের সাথে আগ্রহ, যোগ্যতা ও মূল্যবোধের সম্পর্ক
ক্যরিয়ারের সাথে আগ্রহ, যোগ্যতা ও মূল্যবোধের সম্পর্ক
- আমি কী করতে পছন্দ করি?
- আমি কী করতে পারি?
- আমার কী করা উচিত বলে আমি মনে করি ?
এগুলো যথাক্রমে আগ্রহ, যোগ্যতা ও দক্ষতা এবং মূল্যবোধ নির্দেশ করে । আমি যা করতে পছন্দ করি তা করার দক্ষতা আমার নাও থাকতে পারে । তবে সচরাচর যা আমরা পছন্দ করি তা বেশি করে চর্চার কারণে দক্ষতা গড়ে উঠে । পছন্দ-অপছন্দ ক্যারিয়ারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ । কারণ ক্যারিয়ার হলো জীবনব্যাপী । আগ্রহ না থাকলে কোনো বিষয় নিয়েই বেশিদূর অগ্রসর হওয়া যায় না, সফলতাও আসে না । নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি :
আগ্রহ মূল্যবোধ : যা আমার করতে ভালো লাগে, তা কি সব সময়ই করা উচিত বা নৈতিক?
দক্ষতা আগ্রহ : কোনো বিষয়ে আমার দক্ষতা থাকলেই কি আমার আগ্রহও থাকবে?
দক্ষতা মূল্যবোধ : যে কাজে দক্ষতা রয়েছে সেটি কি সবসময়ই নৈতিক?
মূল্যবোধ আগ্রহ : যা করা উচিত তাতে কি সবসময়ই আগ্রহ থাকে?
মূল্যবোধ দক্ষতা : যা করা উচিত সে বিষয়ে কি সবসময় দক্ষতা থাকে ?
বহুনির্বাচনি প্রশ্ন
১. সাধারণভাবে যেকোনো কিছু করাকে কী বলে?
ক. বৃত্তি
খ. কাজ
গ. পেশা
ঘ. ক্যারিয়ার
সরকারি প্রতিষ্ঠানের বাগান পরিচর্যাকারীর পদটি কোন ধরনের?
ক. ক্যারিয়ার
গ. বৃত্তি
খ. পেশা
ঘ. চাকরি
৩. ক্যারিয়ার বিকাশ হলো
i. একটি সরলরৈখিক পরিবর্তন
ii. মূলত চাকরির পরিবর্তন
iii. নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i
গ. ii
খ. ii ও iii
ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
লাবনীর জন্ম ফরিদপুরের একটি পল্লিতে । গ্রামে থাকাকালে সে নানা ধরনের দুষ্টুমিতে মেতে থাকত । মা-বাবা বা গুরুজনদের কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে বা কোনো কাজ দিলে তা এড়িয়ে যেত । মেয়ের মঙ্গল কামনায় মা-বাবা ঢাকায় মামার বাসায় তাকে লেখাপড়া করতে পাঠান। তিন বছর পর গ্রামে বেড়াতে গেলে লাবনীর আচরণের পরিবর্তন দেখে সবাই বিস্মিত হয় ।
৪. লাবনীর ক্ষেত্রে আচরণের কোন দিকটির পরিবর্তন ঘটেছে?
ক. মানবিক
খ. দৃষ্টিভঙ্গি
গ. সৌহার্দ্যপূর্ণ
ঘ. শ্রদ্ধাবোধ
৫. লাবনীর আচরণে পরিবর্তিত দিকটির ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো, এটি
i. ব্যক্তি, পরিবার ও সমাজ ভেদে ভিন্ন হতে পারে
ii. ইতিবাচক আবার কখনো নেতিবাচকও হতে পারে
iii. কখনো পরিবর্তনযোগ্য নয়
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও ii
সৃজনশীল প্রশ্ন
ফাহিম চৌধুরী ছোটবেলা থেকেই তার ক্যারিয়ার গঠনে সচেষ্ট ছিলেন। সে লক্ষ্যে তিনি ব্যবসায় শিক্ষা শাখা বেছে নেন। পরবর্তীতে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি একটি বহুজাতিক কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। ধীরে ধীরে দক্ষতা, মেধা ও যথাযথ প্রশিক্ষণ গ্রহণের পর তিনি এখন ওই কোম্পানিরই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
ক. ক্যারিয়ার কী?
খ. ক্যারিয়ার শিক্ষা পাঠের অন্যতম একটি গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. ফাহিম চৌধুরীর কাজটি ব্যাখ্যা করো।
ঘ. ফাহিম চৌধুরীর ক্যারিয়ার বিকাশে কোন বিষয়ের ভূমিকা সবচেয়ে বেশি তা বিশ্লেষণ করো।
আরও দেখুন :