আপনি কি হতে চান? এটি যেভাবে ঠিক করবেন আজকের আলোচনার বিষয়। আমরা অনেকেই, আমরা কি হতে চাই বা নিজেদের লক্ষ্য ঠিক করি না অথবা আমারা আমাদের কর্মজীবন পরিকল্পনা [Career Plaining] ঠিক করিনা। আসলে পরিকল্পনা ছাড়া কোন কিছুই সঠিক ভাবে করা সম্ভব না। পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আমাদের জীবনে ও কর্মজীবনে। তাই আমাদের আজকের এই ভিডিওটি করা। যার মাধ্যমে আপনি কর্মজীবন পরিকল্পনার [Career Plaining] গুরুত্বটি বুঝতে পারবেন।
আপনি কি হতে চান? এটি যেভাবে ঠিক করবেন
ক্যারিয়ারে কী চান, খুঁজে বের করুন
দক্ষতার তালিকা তৈরি: আধুনিক এই যুগে দক্ষতা অর্জনের বিকল্প নেই। সবারই কোনো না কোনো দক্ষতা থাকে। কেউ হয়তো ভালো বক্তা, সুন্দর উপস্থাপনা করতে পারেন। কেউ ভালো ছবি তুলে, কারও সিনেমাটোগ্রাফি ভালো, আবার কারও হয়তো লিখতে পছন্দ। ছবি আঁকা, গ্রাফিকস ডিজাইন, অ্যানিমেশন তৈরিসহ নানা দক্ষতা রয়েছে। অনেকে ভালো পড়াতে পাড়েন, তাঁদের শিক্ষকতা পছন্দ। এখন আমাদের দেখতে হবে কোন কাজটা পাড়ি এবং কোন কাজে আনন্দ খুঁজে পাই। সেই কাজটিকেই নিজের ক্যারিয়ার হিসেবে বাছাই করুন এবং সামনে এগিয়ে যান।
এ ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় আপনাকে সহায়তা করতে পারে। একা, সঙ্গীসহ নাকি বড় গ্রুপে কাজ করা পছন্দ? কখন নিজের সেরাটা দিতে পারেন, কেউ টাস্ক ধরিয়ে দিলে নাকি নিজেই কোনো লিড পেয়ে এগিয়ে যেতে পারেন? এই দুটি প্রশ্নের উত্তর পেলে আপনার ক্যারিয়ার বাছাই করতে সুবিধা হবে।
ভালো লাগার কাজ: সবচেয়ে সুন্দর ক্যারিয়ার হলো তাঁদের, যাঁরা নিজের ভালো লাগার কাজকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন। তাই খুঁজে দেখুন আপনি কোন কাজে আনন্দ পান।

বাজেট তৈরি করুন: ক্যারিয়ার বাছাই করার ক্ষেত্রে আর্থিক দিকটাও অনেক সময় গুরুত্বপূর্ণ। যদি আর্থিক সমস্যা না থাকে, তাহলে নিজের ভালো লাগার কাজটিকেই ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। আর আর্থিক অসুবিধা থাকলে, পছন্দের কাজ শুরু করার আগে একটা বাজেট করে নিন এবং সে অনুযায়ী এগিয়ে যান। সফলতা আসবেই।
ক্যারিয়ার পরিবর্তনে সিদ্ধান্তহীনতায় না থাকা: অনেকে নিজের বর্তমান চাকরি বা কাজ নিয়ে সন্তুষ্ট না। চাকরি পরিবর্তন করব, নাকি করব না! এ নিয়ে চিন্তা কাজ করে। এই সিদ্ধান্তহীনতা থাকা যাবে না। নিজের চাওয়া-পাওয়া নিয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলেই ক্যারিয়ার নিয়ে ভয় আর থাকবে না।
আপনি কি হতে চান? এটি যেভাবে ঠিক করবেন নিয়ে বিস্তারিত :
আরও দেখুন :