আমার আগ্রহ ও যোগ্যতা

আমার আগ্রহ ও যোগ্যতা আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা” এর  “ক্যারিয়ারের ধারণা” ইউনিট ১ এর অন্তর্ভুক্ত।

 

আমার আগ্রহ ও যোগ্যতা

 

কোন কিছু জানার বা করার ইচ্ছাই আগ্রহ। আপনি বড় হয়ে ডাক্তার হতে চান? আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে পড়ালেখা করতে হবে। জীব বিজ্ঞান বিষয়টি বাদ দিতে পারবেন না। প্রকৌশলী হতে চান? গণিত, পদার্থ বিজ্ঞান পড়তেই হবে। ব্যাংকার হতে চান? আপনাকে বাণিজ্য বিভাগে পড়তে হবে। শিক্ষক হতে চান স্নাতক ডিগ্রী অর্জন করে পেশাগত শিক্ষা বি.এড ডিগ্রি অর্জন করতে হবে অথবা আইনজীবী হতে চান এল.এল.বি, ডিগ্রি অর্জন করতে হবে। মাধ্যমিক স্তর পেশা নির্বাচনের উপযুক্ত সময়। এখন আমরা যোগ্যতা ও আগ্রহ সম্পর্কে আলোচনা করব।

 

শুরু করতে পারেন ফটোশপ শেখা

 

আপনি বড় হয়ে কোন ধরনের পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান। সে অনুযায়ী আপনাকে লেখাপড়া করতে হবে। তাই নবম শ্রেণিতে পড়াশোনার শুরুতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা এই তিনটি ভাগে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হয়। সে ক্ষেত্রে আপনার আগ্রহকেই বেশি প্রাধান্য দিতে হবে। জোর করে আপনাকে চিকিৎসক, ব্যাংকার বা আইনজীবী তৈরি করা যাবে না। আগ্রহের গুরুত্ব বেশি।

আপনার যদি ব্যাংকার বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার প্রতি ঝোঁক থাকে তাহলে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়ালেখা করে যোগ্যতা অর্জন করতে হবে। সাগর যখন নবম শ্রেণিতে পড়ছে তখন শ্রেণি শিক্ষক তাঁর অভিভাবকের সাথে বিষয় নির্বাচনের জন্য আলাপ করতে ডেকে পাঠালেন।

সাগর এর বাবা তাহের সাহেব সুশিক্ষিত ভদ্রলোক। স্কুলে এসে ছেলের বিষয় নির্বাচনে তাঁর মতামত জানতে চাইলে তিনি জানালেন, “ছেলের ইচ্ছা বা আগ্রহ যে বিষয় পড়ার সে বিষয়েই পড়বে।” কারণ পড়ার দায়িত্ব সাগর এর নিজের। তার আগ্রহ অনুযায়ী ব্যবসায় শাখায় পড়তে অনুমতি দেওয়া হলো । পরবর্তীতে ব্যবসা শাখায় উচ্চ শিক্ষা অর্জন করে একটি বেসরকারি ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিজেকে নিয়োজিত করেছে।

কাজ

আপনি এখন নবম শ্রেণিতে পড়ছেন। বড় হয়ে কোন ধরনের পেশার সাথে সম্পৃক্ত হওয়ার আগ্রহ পোষণ করছেন এবং কেন করছেন- যুক্তিসহ উপস্থাপন করুন।

 

Google news logo আমার আগ্রহ ও যোগ্যতা
আমাদের গুগল নিউজ ফলো করুন

 

সারসংক্ষেপ

শিক্ষার্থী বন্ধুরা, নিজের পায়ে দাঁড়ানোর আত্নবিশ্বাস সৃষ্টির জন্য নবম শ্রেণী থেকেই বিষয় নির্বাচনে সচেতন হতে হবে। সাগর ও তার বাবা তাহের সাহেবের মতো সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে। তবেই ভবিষ্যতে মসৃণ পথ বিনির্মাণ করা সম্ভব হবে।

আমার আগ্রহ ও যোগ্যতা

 

আরও পড়ুন….

 

Leave a Comment