ক্যাডার সার্ভিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা

ক্যাডার সার্ভিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা” এর  “কর্মক্ষেত্র নির্বাচন এবং ক্যারিয়ার উন্নয়ন” ইউনিট ৪ এর অন্তর্ভুক্ত।

 

ক্যাডার সার্ভিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা

আমাদের দেশে অনেকগুলো পেশা আছে। ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ও ইচ্ছার উপর পেশা নির্বাচন নির্ভর করে। নিম্নে ক্যাডার সার্ভিস, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা পেশার যোগ্যতা ও ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করা হ’ল।

ক্যাডার সার্ভিস: সরকারি চাকরির কথা ভাবলেই যে কথাটি সবার আগে মনে পড়ে তা হলো ক্যাডার সার্ভিস। বাংলাদেশে মোট ২৮ টি ক্যাডার রয়েছে। তবে সম্প্রতি জুডিশিয়াল সার্ভিসকে আলাদা করা হয়েছে। ক্যাডারের চাকরিগুলোর মধ্যে রয়েছে- প্রশাসন, পররাষ্ট্র, পুলিশ, শিক্ষা, হিসাব ও নিরীক্ষা, টেক্স, কাস্টমস্, কৃষি, তথ্য, সমবায়, আনসার, রেলওয়ে, সড়ক ও জনপথ, গণপূর্ত, বন, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য, ডাক, টেলিযোগাযোগ, ইকনোমিক, বাণিজ্য, পরিবার পরিকল্পনা, কারিগরি শিক্ষা, মৎস, প্রাণি সম্পদ ইত্যাদি। এ ধরণের চাকরিতে আসতে হলে যে কোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। সে ক্ষেত্রে বয়স একটি বিবেচনার বিষয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সের মধ্যে থাকতে হবে।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

 

তবে বাংলাদেশে প্রচলিত বিধান অনুযায়ী ৩০ বছর চাকরির বয়স নির্ধারণ করা আছে। বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন নিয়োগের জন্য বাছাই পরীক্ষা নিয়ে থাকে । মহামান্য রাষ্ট্রপতি ক্যাডার সার্ভিস কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে থাকেন। এ পেশায় প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। এ ধরনের চাকরিতে যোগদান করতে হলে এখন থেকেই প্রচুর লেখাপড়া করতে হবে।

স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান: স্বায়ত্ব শাসন বলতে স্বশাসনকে বুঝায়। আমাদের দেশে অনেকগুলো স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান রয়েছে। যেমন- বিশ্ববিদ্যালয়ে, বেসরকারী ব্যাংক, সার কারখানা, পাটকল, কাগজের কল, সরকারী ব্যাংক ইত্যাদি। শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা অনুসারে বাংলাদেশি নাগরিকদের জন্য এসব প্রতিষ্ঠানে চাকরির বেশ সুযোগ রয়েছে। স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীন থাকে তা নয়, তবে বহুলাংশে স্বাধীনতা ভোগ করে থাকে।

 

ক্যাডার সার্ভিস

 

ব্যাংক ও বীমা: বাংলাদেশি নাগরিকদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারি হিসেবে নিয়োগ পাওয়ার জন্য সরকারি ও বেসরকারি অনেকগুলো ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান রয়েছে। যেমন- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন, প্রভাতী ইনসুরেন্স কোম্পানী, ডেল্টা লাইফ ইনসুরেন্স ইত্যাদি এ ধরনের সম্মানজনক পেশায় নিয়োগ পেতে হলে বিষয় জ্ঞান, ইংরেজিতে পারদর্শী ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এ সব পেশায় বাড়ি-গাড়িসহ প্রচুর সুযোগ সুবিধা পাওয়া যায় ।

 

Google news logo ক্যাডার সার্ভিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা
আমাদের গুগল নিউজ ফলো করুন

 

 

সারসংক্ষেপ

শিক্ষার্থী বন্ধুরা, দিন যত যায় ততই কাজের ধরন ভিন্ন হচ্ছে। ভিন্ন ভিন্ন কাজে নিজেদের নিয়োজিত করার জন্য ভিন্ন ভিন্ন ট্রেডের কাজ শিখতে হবে। নির্দিষ্ট বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করে যোগ্য মানুষ হতে হবে। তাহলে আপনারা কোন না কোন কর্মে সম্পৃক্ত হতে পারবেন। কর্মে নিয়োজিত হওয়ার পথ ছোট বেলা থেকেই তৈরি করতে হবে। ক্যাডার সার্ভিস হোক আর অন্য কোন পেশা হোক ।

 

আরও পড়ুন….

Leave a Comment