ক্যারিয়ার ও এর বিকাশ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা” এর “ক্যারিয়ারের ধারণা” ইউনিট ১ এর অন্তর্ভুক্ত।
ক্যারিয়ার ও এর বিকাশ
ব্যক্তির জীবনব্যাপী পেশা ক্যারিয়ার-এর আভিধানিক অর্থ জীবনের পথে অগ্রগতি, জীবনায়ন, বিকাশক্রম, জীবিকা অর্জনের উপায় বা বৃত্তি। অভিধানে ক্যারিয়ার বলতে বোঝানো হয়েছে “শিক্ষা বা প্রশিক্ষণের ভিত্তিতে অর্জিত এমন এক কর্ম যেখানে ব্যক্তির সমগ্র কর্ম জীবনে গুণগত এবং অভিজ্ঞতা সম্পর্কিত উত্তরোত্তর সমৃদ্ধি আসে, দায়িত্বের ব্যাপকতা বৃদ্ধি পায় এবং জীবনযাপনে প্রয়োজনীয় অর্থের নিশ্চয়তা থাকে। ”ব্যক্তির জীবনব্যাপী পেশা সংক্রান্ত কর্মকাণ্ডই ক্যারিয়ার।
একজন শিক্ষার্থী কীভাবে জীবন গড়বে তার প্রকৃত নির্দেশনাই ক্যারিয়ার। মস্তিষ্কের ক্ষুদ্রতম তন্ত্রীকে কাজে লাগিয়ে ব্যক্তিগত সফলতার পাশাপাশি আগামীর পৃথিবীকে সমৃদ্ধ করাই হলো ক্যারিয়ার ভাবনার মূল সুর। যেখানে আনুষ্ঠানিক শিক্ষা কিংবা প্রশিক্ষণ নেই, ক্যারিয়ার সেখানে অনুপস্থিত। এ কারণে অশিক্ষিত একজন কৃষক এবং শিক্ষিত একজন কৃষিবিদ যখন কৃষিকে জীবন-জীবিকার পথ হিসেবে বেছে নেন, তখন কৃষকের জন্য কৃষি পেশা হলেও কৃষিবিদের জন্য তা ক্যারিয়ার।
পড়ালেখা যে ভবিষ্যত ক্যারিয়ার স্থির করে, তা ঠিক নয়। পড়ালেখার গতি ঠিক রেখে নিজেকে ভবিষ্যতের ক্যারিয়ার গঠনের জন্য তৈরি করাই আপনার জীবনের মূল আদর্শ। তাছাড়া ক্যারিয়ার অর্থ শুধু পেশা নয়, ব্যক্তির সহজাত গুণাবলী, জীবনের লক্ষ্য, উচ্চাকাঙ্খা, লালিত বিশ্বাস ও আদর্শ, সন্তুষ্টি, মানবিক দায়িত্ব ইত্যাদি বিষয়গুলো ক্যারিয়ারে ওতপ্রোতভাবে জড়িত।
নিজকে জানা: ক্যারিয়ার বিকাশের জন্য আগে নিজেকে জানতে হবে। নিজের ভাল লাগা, মন্দ লাগা, ব্যক্তিত্ব, রুচি, মূল্যবোধ, আগ্রহের বিষয়, চারিত্রিক বৈশিষ্ট্য যে সব বিষয় আপনার কাজকে প্রভাবিত করে বা করবে। সামর্থ্য আত্মবিশ্বাস, দুর্বলতা।

খোঁজখবর: কাজের ধরন, ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, আর্থিক নিরাপত্তা, কাজের পরিবেশ, সে পেশায় আসতে হলে কী ধরনের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা আর শিক্ষাগত যোগ্যতা দরকার।
সিদ্ধান্ত ও পরিচালনা: নিজের সামর্থ্য, পছন্দ এবং বাজারে চাকরির সহজলভ্যতা অনুযায়ী ক্যারিয়ার নির্বাচনের সিদ্ধান্ত।
নিজেকে তৈরি করা: ক্যারিয়ার নির্বাচন এবং ছক তৈরির পর নিজেকে তৈরি করা। পেশা অনুযায়ী পড়াশোনা, দক্ষতা বাড়ানো এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতা অর্জন।
সারসংক্ষেপ
জীবনে সফল হওয়ার জন্য নিজের ক্যারিয়ার গড়ে তোলা আবশ্যক। আত্নবিশ্বাস রেখে দক্ষতাভিত্তিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারলেই প্রতিষ্ঠা লাভ করা সম্ভব। তাই প্রয়োজন পেশাকে সামনে রেখে সে ধারা অনুযায়ী পড়া লেখা করা। নিজের যোগ্যতা, দক্ষতা এবং পছন্দ মাফিক ক্যারিয়ার ঠিক করা উচিত।
আরও পড়ুন….