আমার ক্যারিয়ার ও মূল্যবোধ

আমার ক্যারিয়ার ও মূল্যবোধ আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা” এর  “ক্যারিয়ারের ধারণা” ইউনিট ১ এর অন্তর্ভুক্ত।

 

আমার ক্যারিয়ার ও মূল্যবোধ

মানুষের জীবন চলার পথে অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করে। নিজস্ব চাহিদা ও সামাজিক রীতি নীতির মধ্যে সামঞ্জস্য বিধানের মাধ্যমে জীবন দর্শন গড়ে তোলে। পথ চলার যে কোন ঘটনা এবং অভিজ্ঞতাকে সে তার জীবন আদর্শের প্রেক্ষিতে বিচার করে সে অনুযায়ি খাপ খাওয়ানোর মাধ্যমে আচরণগুলো সম্পাদন করতে শিখে। মানুষের জীবনবোধের সঙ্গে যুক্ত যে অনুভুতিমূলক কেন্দ্র, যা তাকে যে কোন কাজে সিদ্ধান্ত নিতে সহায়তা করে তাকেই বলে মূল্যবোধ।

ব্যক্তি জীবনের এই মূল্যবোধ তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক সংস্কৃতি দ্বারা নির্ধারিত হয়। এই দুটির মধ্যে যে কোন একটির মধ্যে পরিবর্তন ঘটলে ব্যক্তি জীবনের মূল আদর্শের ভারসাম্য নষ্ট হয়ে যায়। যার ফলে ঘটে মূল্যবোধের অবক্ষয়। এখন আমরা ক্যারিয়ার ও মূল্যবোধ সম্পর্কে জানবো।

মূল্যবোধ হচ্ছে মানুষের নীতিবোধ, গুণাবলি, রুচি ও প্রবণতা যা তিনি ভেতরে লালন করেন এবং বাইরে পালন করেন। একজন মানুষ সারা জীবন ব্যাপী যে নিয়ম কানুনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন, যা তার চলার পথে সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দেশনা হিসেবে কাজ করে এবং যা তার আচরণ ও কাজের ধারাকে নিয়ন্ত্রণ করে সেটাই হচ্ছে তার মূল্যবোধ । যেমন মূল্যবোধ হতে পারে তার সত্যবাদিতা। বন্ধুরা, আসুন এবার আমরা নিচের ঘটনাটি পড়ে মূল্যবোধ সম্পর্কে আমাদের ধারণাকে আরও সমৃদ্ধ করি।

 

Google news logo আমার ক্যারিয়ার ও মূল্যবোধ
আমাদের গুগল নিউজ ফলো করুন

 

তটিনী একটি বহুজাতিক কোম্পানীতে চাকরি করে। শিশুদের জন্য একটি টিনজাত দুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও অন্যান্য ফলাফলসহ একটি রিপোর্ট এসেছে। এ ব্যাপারে সব তথ্যসহ এটি একটি সেমিনারে উপস্থাপনের দায়িত্ব তার। হঠাৎ তার তত্ত্বাবধায়ক তাকে একটি টেক্সট পাঠালেন। তাতে লেখা সে যেন একটি নির্দিষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ না করে তা উপস্থাপন করে। তটিনী চিন্তিত হল । নিজেকে প্রশ্ন করলো এমন কাজ করা ঠিক হবে?

ক্যারিয়ার ও মূল্যবোধ আমার ক্যারিয়ার ও মূল্যবোধ

 

দলীয় কাজ

১. তটিনীর সামনে কী কী পথ আছে বলে আপনি মনে করছেন?

২. সিদ্ধান্ত গ্রহণের ভাল-মন্দ দিক তুলে ধরে খাতায় লিখুন।

আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, এ ভাবনায় মানুষ যখন পড়ে তখন উচিত অনুচিত ব্যক্তির মূল্যবোধ ভেদে ভিন্ন হতে পারে ।

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

 

সারসংক্ষেপ

মূল্যবোধকে ধারণ করেই ক্যারিয়ার গড়তে হবে। যা কিছু সত্য, সুন্দর, সমাজ কর্তৃক স্বীকৃত এবং যা মানুষের কল্যাণে আসে এমন বিষয় বিবেচনায় রেখে ক্যারিয়ার গঠনে মনোনিবেশ করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা,. এক্ষেত্রে নৈতিক ও মূল্যবোধ শিক্ষা আপনাদের যেমন সততার সাথে কাজ করার সৎসাহস যোগাবে, তেমনি সমাজকেও সুশৃংখল করবে। বন্ধুরা আসুন, আমরা অন্যায়কে না বলি, আর মূল্যবোধ শিক্ষাকে হ্যাঁ বলি.

 

আরও পড়ুন….

 

Leave a Comment