আমাদের আজকের আলোচনার বিষয় গাড়োয়ান বাংলাদেশের পেশাজীবী।যা বাংলাদেশের পেশাজীবী বই এর অন্তর্ভুক্ত।
গাড়োয়ান বাংলাদেশের পেশাজীবী
এখনকার মতো প্রাচীন বাংলায় এত সুন্দর রাস্তাঘাট ছিল না। পায়ে চলা পথেই তখন মানুষ চলাচল করতো। দূরের পথে যেতে হলে গরুর গাড়ি মহিষের গাড়ি, ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা ছিল। ধান, পাট মালামাল বহনে গরুর গাড়ি ব্যবহার করা হতো। গরুর গাড়ি বাংলার প্রাচীনতম বাহন।
প্রাচীন বাংলায় গরুর গাড়ি/মহিষের গাড়ি/ঘোড়ার গাড়িতে দূর-দূরান্তে মালামাল ও শোয়ারী বহন করা হতো। গরুর গাড়ি নব্য-প্রস্তর যুগে দ্রাবিড় সভ্যতারই অবদান বলে অনুমান করা হয়। গরুর গাড়ির দু’চাকা কাঠের তৈরি।
গাড়ির মাচন বাঁশের তৈরি। গরুর গাড়ি একসময় বাংলার মানুষের স্থলপথের প্রধানতম যানবাহন ছিল। নীলকর সাহেবদের যানবাহন ছিল গরুর গাড়ি। রবীন্দ্রনাথের কবিতায় গরুর গাড়ির উল্লেখ আছে।
‘পার হয়ে যাবে গরু গাড়ী আঁটি আঁটি খড় বোঝাই করে’
শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাসে আমরা গরুর গাড়ির প্রচলনের কথা জানতে পারি। বঙ্কিমচন্দ্র, মীর মশাররফ হোসেন প্রমুখের রচনায় গরুর গাড়ির উপাখ্যান পাওয়া যায়। এখনও ছায়া ঢাকা পথঘাটহীন বাংলার গ্রামে গরুর গাড়ির, মহিষের গাড়ি ও ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে। শহরে এখনও মালবাহী যান হিসাবে গরুর গাড়ি চলাচল করতে দেখা যায়।

যশোর, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম জেলায় গরুর গাড়ির যথেষ্ট প্রচলন রয়েছে। গাড়ি চালালে তাকে গাড়োয়ান বলে। সব গাড়ি চালক গাড়োয়ান নয়। যারা গরুর গাড়ি বা মহিষের গাড়ি চালায় প্রাচীন কালে তারাই গাড়োয়ান হিসেবে পরিচিত ছিল।
বাংলাদেশের উত্তরবঙ্গে, যশোর, কুষ্টিয়া জেলায় এসব গাড়ি আর গাড়োয়ান দেখা যেত বেশি। গরুর গাড়ি মালামাল বহন করে থাকে। গরুর গাড়ি ও মহিষের গাড়িতে ধান, পাট, চৈতালী নিয়ে গঞ্জে, বন্দরে, মফস্বল শহরে যেতে হতো। গাড়োয়ান গাড়ি নিয়ে দূর-দূরান্তে মালামাল বা যাত্রী নিয়ে পৌঁছে দেয়। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গাইন গাড়ি ও গাড়োয়ানদের জীবন চিত্র পাওয়া যায়।
গরুর গাড়ি বা মহিষের গাড়ির গাড়োয়ানের কণ্ঠে এখনও ভেসে উঠে— ‘ও কি গাড়িয়াল ভাই’। উত্তরবঙ্গে ব্যাপকভাবে গরু/মহিষের গাড়ির প্রচলন ছিল। গাড়োয়ান গাড়ি বোঝাই মালামাল নিয়ে দূরের শহর-গঞ্জ-বন্দরের পথে পাড়ি জমাতো।
বর্তমান গ্রামে-গঞ্জে পাকা রাস্তা নির্মিত হওয়ার গরু/মহিষের গাড়ির কদর নেই বললেই চলে। যান্ত্রিক যানবাহন এদের স্থান দখল করেছে। তেবে এখনও গ্রাম ও শহরেরর মালামাল পরিবহণে গরু/মহিষ/ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়।
আরও দেখুনঃ