কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন

আজকে আমাদের আলোচনার বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন

কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন

 

কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন

 

বহুনির্বাচনি প্রশ্ন

১. নিচের কোনটি গুহাবাসী মানুষের মেধাশ্রমের উদাহরণ?

ক. শিকার করা এবং সবাই মিলে তা খাওয়া
খ. পায়ে হেঁটে ভ্রমণ করা
ঘ. আকাশ দেখা ও ঘুমানো
গ. বসবাসের উপযোগী বিপদমুক্ত গুহা নির্বাচন

২. বাংলাদেশের ভূখণ্ডে গড়ে ওঠা প্রাচীন সভ্যতা কত পুরানো ?

ক. পাঁচশো বছরের

খ. এক হাজার বছরের
গ. দেড় হাজার বছরের

ঘ. আড়াই হাজার বছরের

৩. প্রাচীনকালের বর্ণমালা কেমন ছিল?

ক. অক্ষরভিত্তিক
খ. ছবিভিত্তিক

গ. জ্যামিতিক আকৃতির
ঘ. বর্ণভিত্তিক

৪. নিচের কোন লিপি হতে বাংলালিপির উদ্ভব হয়েছে?

ক. মিশরীয়
খ. গ্রিক

গ. ব্ৰাহ্মী
ঘ. চীনা

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় ৯ম শ্রেণির দল গঠিত হলেও ৮ম শ্রেণিতে দল গঠন করা যাচ্ছিল না। প্রথম দিকের রোল নম্বরধারীদের মধ্য থেকে দু’জন প্রতিযোগিতায় রাজি হলেও একজনের অভাব ছিল । শেষ রোল নম্বরধারী সাথী দাঁড়িয়ে বললো সে অংশগ্রহণ করতে চায় । শিক্ষক সাথীকে সুযোগ দিলেন । বির্তক প্রতিযোগিতা শেষে সাথী সেরা বক্তার পুরস্কার পেল ।

৫. আত্মবিশ্বাসী মানুষের বৈশিষ্ট্য হলো-

i. যেকোনো কাজে নিজের প্রতি আস্থা রাখা
ii. মাথা ঠাণ্ডা রেখে কাজ করে যাওয়া
iii. অপছন্দনীয় ব্যক্তির কাজে বিরক্তি প্রকাশ করা
নিচের কোনটি সঠিক?

ক. i

খ. i ও ii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

৬.সাথীর মধ্যে কোন বিষয়টি প্রকট?

ক. মেধা
খ. আত্মবিশ্বাস
গ. আত্মমর্যাদা
ঘ. সচেতনতা

৭. সাথীর এ গুণটির ফলে-
i. তার নিজের প্রতি আস্থা বাড়বে
ii. পুরস্কার প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে
iii. ঝুঁকি গ্রহণের সাহস বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

জামিল ও কামরুল দুজনেই নূরুল ইসলাম সাহেবের কাছে আসবাবপত্র তৈরি করার কাজ শিখেছে । তারা দু’জনেই ব্যবসায়
নিয়োজিত । কাজ করার ক্ষেত্রে জামিল সব সময়ই নূরুল ইসলাম সাহেবকে অনুকরণ করেন । কাজের ক্ষেত্রে কোন সমস্যায় পড়লেও জামিল তার সঙ্গে যোগযোগ করেন। এ কারণেই তাকে কোন ঝুঁকির মধ্যে পড়তে হয়নি। এতে তিনি অনেকের প্রশংসা পান । অন্যদিকে কামরুল তার শেখা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে নতুন নতুন কাজের ফরমায়েশ নেন । নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরির কারণে প্রায়ই তিনি ফরমায়েশদাতাদের বাহবা পান ।

ক. রোবট কী?

খ. আত্মবিশ্বাসী মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য বর্ণনা করো।

গ. কামরুলের কাজের ক্ষেত্রে কোন দিকটি লক্ষণীয়? বর্ণনা করো ।

 

কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন

 

ঘ. কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।

আরও দেখুন : 

Leave a Comment