কর্ম ও জীবনমুখী শিক্ষা দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন

আজকে আমাদের আলোচনার বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন

কর্ম ও জীবনমুখী শিক্ষা দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন

 

কর্ম ও জীবনমুখী শিক্ষা দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন

 

বহুনির্বাচনি প্রশ্ন

১. কোন কাজটি সরাসরি অনুশীলনমূলক কাজ ?

ক. আত্মনির্ভরশীল হওয়ার গল্প পড়া
গ. অন্যকে দিয়ে কাজ করানো
খ. নিজের কাজ নিজে করা
ঘ. সৃজনশীল কাজ দেখা

নিচের কোন কাজটি সৌন্দর্যবোধের পরিচয় বহন করে?

ক. বাড়িতে বিদ্যুত থাকা
খ. বাড়ি-ঘর পরিষ্কার রাখা

গ. বাড়ির কাজ অন্যকে দিয়ে করানো
ঘ. দামি দামি পোশাক পরা

৩. প্রাত্যহিক জীবনে সম্পৃক্ত নয় এমন কাজের মধ্যে পড়ে-
i. সড়ক উন্নয়ন, বন্দর নির্মাণ

ii. নিজের জন্য পুকুর খনন ও চাষাবাদ
iii. নিজের কাপড়-চোপড় ধোয়া ও গুছিয়ে রাখা

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

 

গুগল নিউজে আমাদের ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

অনি ছোটবেলা থেকেই তার ব্যক্তিগত ও প্রাত্যহিক সকল কাজ নিজে করতে পছন্দ করে। মা-বাবা বা অন্য কেউ তাকে সহায়তা করতে এগিয়ে এলেও সে নিজের কাজ নিজে করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানায় ।

৪. অনির এ বৈশিষ্ট্যটি কোন দক্ষতাকে নির্দেশ করে ?
ক. সমস্যা সমাধান
খ. সহযোগিতামূলক

গ. আত্মনির্ভরশীলতা

ঘ. যোগাযোগ
৫. অনির এ বৈশিষ্ট্যটি তাকে ভবিষ্যতে-

i. আত্মসচেতন করে গড়ে তুলবে ii. কর্তব্য ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে
iii. সৃজনশীল ও উদ্ভাবনী শক্তিসম্পন্ন করবে

নিচের কোনটি সঠিক?

খ. i ও ii
ক. i গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সৃজনশীল প্রশ্ন

হাসেম সাহেব একজন কৃষক । তার ৫০ বিঘা জমি আছে । তিনি এ জমিগুলোতে মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল চাষ করে থাকেন। তার জমিতে চাষাবাদের কাজ করার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাষিরা আসেন। হাসেম সাহেব তার চাষাবাদের মাধ্যমে অনেক খাদ্য উৎপাদন করেন। তার ছেলে সাকিব ইঞ্জিনিয়ারিং পাস করে তার ফার্মের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন ও মেরামতের কাজ করেন । তার অধীনে প্রায় ১০০ জন নির্মাণ শ্রমিক কাজ করেন।

ক. নিরাপত্তা কী?

খ. প্রাত্যহিক জীবনে পরিবারের অন্য সদস্যদের কাজ কেন গুরুত্বপূর্ণ?

 

কর্ম ও জীবনমুখী শিক্ষা দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন

 

গ. সাকিব দেশের জন্য কী ধরনের ভূমিকা রাখছেন? বর্ণনা করো ।

ঘ. হাসেম সাহেবের কাজের গুরুত্ব মূল্যায়ন করো ।

আরও দেখুন : 

Leave a Comment