যোগদান কাল

যোগদান কাল, বিভাগীয় প্রধান সাপ্তারিহক ছুটিসহ সর্বোচ্চ ৩০ দিনের শর্ত সাপেক্ষে অনিবার্য কারণে বিলম্বিত সময়ের জন্য যোগদান কাল বর্ধিত করতে পারেন। (বি,এস,আর-৯১) কোন সরকারী কর্মচারী নুতন পদে বা বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য যে সময় প্রাপ্য হন তাকে যোগদান -কাল বলে। (এফ, আর-৯)

যোগদান কাল

 

যোগদান কাল

 

১। একজন সরকারী কর্মচারী যোগদান -কাল বি,এস,আর-৮১/এস, আর-২৯৪ মোতাবেক নিম্নোক্ত নিয়মে গণনা করতে হবে:

ক. প্রস্তুতির জন্য ৬ দিন;

খ. (১) রেল পথে ভ্রমনের ক্ষেত্রে ২০০ মাইল বা ৩২০ কি:মি: পর্যন্ত ১ দিন;

(২) সমুদ্র পথে স্টিমারে ভ্রমনের ক্ষেত্রে ২০০ মাইল বা ৩২০ কি: মি: পর্যন্ত ১ দিন;

(৩) নদী পথে স্টিমারে ভ্রমনের ক্ষেত্রে ৮০ মাইল বা ১২৮ কি: মি: পর্যন্ত ১ দিন;

(৪) বাসে ভ্রমনের ক্ষেত্রে ৮০ মাইল বা ১২৮ কি: মি: পর্যন্ত ১ দিন;

(৫) অন্য কোন ভাবে ভ্রমনের ক্ষেত্রে ১৫ কি: কি: পর্যন্ত ১ দিন;

(৬) উপরোক্ত দূরত্বের অংশ বিশেষের জন্য ১ দিন। তবে সাপ্তাহিক ছুটিসহ যোগদান- কালের সর্বোচ্চ সীমা ৩০ দিনের অধিক হইবে না।

২। আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে প্রস্তুতির জন্য ৬ দিন এবং ভ্রমনের প্রকৃত সময় যোগদান কাল প্রাপ্য হবেন। [Govt. Decision of SR-294]

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

৩। কোন বিশেষ ক্ষেত্রে বদলীকারী কর্তৃপক্ষ যোগদান- কাল হ্রাস করতে এবং সরকার বৃদ্ধি করতে পারেন। (বি,এস,আর-৮০)

৪। বিভাগীয় প্রধান সাপ্তারিহক ছুটিসহ সর্বোচ্চ ৩০ দিনের শর্ত সাপেক্ষে অনিবার্য কারণে বিলম্বিত সময়ের জন্য যোগদান- কাল বর্ধিত করতে পারেন। (বি,এস,আর-৯১)

৫। দায়িত্ব হস্তান্তর পূর্বাহ্নে করা হলে দায়িত্ব হস্তান্তরের তারিখ হতে এবং অপরাহ্নে করা হলে দায়িত্ব হস্তান্তরের পরের দিন হতে যোগদান -কাল আরম্ভ হবে।

৬। দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে পূর্বাহ্নে / অপরাহ্ন উল্লেখ না থাকলে যোগদান- কাল গণনায় পূর্বাহ্নে ধরতে হবে।

৭। যোগদান -কাল হিসাবের জন্য সাপ্তাহিক ছুটি গণনার অন্তর্ভুক্ত হবে না তবে সরকারী ছুটি গণনার অন্তর্ভুক্ত হবে।

৮। প্রাপ্য যোগদান- কাল শেষে কর্মস্থলে যোগদানের নির্দিষ্ট দিন বা একাধিক্রামে কয়েকদিন সরকারী ছুটি থাকলে ছুটির পরবর্তী দিন যোগদান করা যাবে। (বি,এস,আর-৯০)

৯। এক কর্মস্থল হতে অন্য কর্মস্থলে বদলী করা হলে বাসা স্থানান্তরের প্রয়োজন না হলে ১ দিন যোগদানকাল প্রাপ্য হবে। এক্ষত্রে ছুটির দিনও যোগদানকালের অন্তর্ভূক্ত হবে। (বিধি-৮০, বিএসআর-প্রথম খন্ড)/এস,আর-২৯৩)

১০। কোন সরকারী কর্মচারীকে কার্যরত অবস্থায় এক স্টেশন হতে অন্য স্টেশনে বদলী করা হলে এবং পদের পরিবর্তন হলে দুটি পদের মধ্যে যে পদের বেতন কম হবে সে হারে যোগদান -কালীন বেতন প্রাপ্য হবে। (বিধি-৯৩, বি,এস,আর-প্রথম খন্ড)

 

যোগদান কাল

 

১১। কোন সরকারী কর্মচারী যোগদান কালীন সময়ের মধ্যে কাজে যোগদান না করলে বিলম্বিত সময়েল জন্য কোন বেতন-ভাতা প্রাপ্য হবে না। ইচ্ছাকৃত অনুপস্থিতিকে এফ আর ১৫/বিএস আর ২৪ মোতাবেক অসদাচরণ হিসাবে গণ্য করা হবে। বিলম্বিত সময়কে কর্মরত বলে গণ্য করা যাবে না বিধায় বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ পিছিয়ে যাবে বা ঐ সময়ের জন্য বেতন বৃদ্ধি স্থগিত থাকবে এবং উক্ত বিলম্বিত সময় পেনশনের ক্ষেত্রে গণনা করা যাবে না। (এফ,আর-১০৮/বিধি-৯৪, বি,এস,আর-প্রথম খন্ড)

আরও দেখুনঃ

Leave a Comment