আজকে আমাদের আলোচনার বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা তৃতীয় অধ্যায় নমুনা প্রশ্ন
কর্ম ও জীবনমুখী শিক্ষা তৃতীয় অধ্যায় নমুনা প্রশ্ন
বহুনির্বাচনি প্রশ্ন
১. কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সবচেয়ে উপযুক্ত উপায় কোনটি ?
ক. প্ৰশিক্ষণ
খ. আত্মীয়দের কাছে শেখা
গ. বই পড়ে শেখা
ঘ. টিভি দেখে শেখা
নিজের কর্মসংস্থান নির্বাচনের সময় কোন বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ?
ক. আগ্রহ
খ. সামর্থ্য
গ. বন্ধুর ইচ্ছা
ঘ. ব্যক্তিত্ব
৩. পোর্টফলিও হলো-
i. তোমার সম্পর্কে তোমার বাবা-মায়ের ইচ্ছা
ii. তোমার দক্ষতা ও মূল্যবোধ সম্পর্কিত তথ্য
iii. শ্রেণিকক্ষ ও বাড়িতে তোমার করা কাজ
নিচের কোনটি সঠিক
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪. আত্মকর্মসংস্থানের ফলে ব্যক্তির
i. আত্মসম্মানবোধ বাড়ে
ii. সাফল্যলাভের সুযোগ কমে যায়
iii. স্বাধীনভাবে কাজ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সায়মা ছোটবেলা থেকেই মানুষের সেবা করতে চায় । সে অসুস্থদের সেবা করার লক্ষ্যে নার্সিং পেশা বেছে নেয় । কাজ আরও ভালো করার জন্য সে বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে ।
৫. উচ্চতর প্রশিক্ষণের ফলে সায়মার প্রধানত: কোনটির উন্নয়ন হবে?
ক. আবেগ
খ. দক্ষতা
গ. আগ্রহ
ঘ. আত্মবিশ্বাস
৬. সায়মা এই বিষয়টি অর্জন করতে পারে-
i. নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে
ii. হাতে-কলমে বেশি বেশি কাজ করে
iii. সাহসের সাথে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সৃজনশীল প্রশ্ন
সাদিয়া একটি গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে । সে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পেয়েছে । সে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন জটিল ধাঁধাঁ সমাধান করতে ভালোবাসে । বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রতিও তার খুব আগ্রহ । সে তার
মায়ের সেলাই মেশিনটি নষ্ট হলে মেরামত করে । সবাই তার এসব কাজে খুব খুশি ।
ক. ব্যক্তিত্ব কী ?
খ. সামর্থ্যের ধারণাটি ব্যাখ্যা করো ।
গ. সাদিয়ার প্রবণতাটি কোন ধরনের? বর্ণনা করো ।
ঘ. অষ্টম শ্রেণি শেষে সাদিয়ার কোন শাখা নির্বাচন করা উচিত? যুক্তিসহ ব্যাখ্যা করো।
আরও দেখুন :