স্থায়ী নিবাস

স্থায়ী নিবাস, যে ৯টি বিধি মোতাবেক স্থায়ী নিবাস নির্ধারিত হইবে। বাংলাদেশ সার্ভিস রুলস এর ২য় খন্ডের চতুর্থ অধ্যায়ের বিধি-৩৫ এ একজন ব্যক্তির স্থায়ী নিবাস Domicile সম্পর্কে বলা হয়েছে। বিধি ৩৫। এই অধ্যায়ের অন্যান্য বিধিসমূহের বিধান সাপেক্ষে এই বিধিমালার উদ্দেশ্যে একজন ব্যক্তির স্থায়ী নিবাস নিম্নোক্ত নীতির ভিত্তিতে নির্ধারিত হইবে-

স্থায়ী নিবাস

 

স্থায়ী নিবাস

 

(১) এক ব্যক্তির একটি মাত্র স্থায়ী নিবাস থাকিবে। [কোন ব্যক্তি একটি মাত্র দেশের স্থায়ী নিবাসী হইতে পারিবে। এই সংগে একাধিক দেশের স্থায়ী নিবাসী হইতে পারিবেন না। অর্থাৎ কোন সরকারী চাকরি প্রার্থী বা সরকারী কর্মচারী এই বিধিমতে একাধিক স্থায়ী নিবাসী হইতে পারিবেন না।

(২) বৈধ সন্তানের জন্মের সময় অথবা সন্তানের জম্নের সময় পিতা মৃত হইলে, পিতার মৃত্যুর সময় যে দেশের স্থায়ী নিবাসী ছিলেন, সন্তান জন্মগতভাবে ঐ দেশের স্থায়ী নিবাসী হইবেন।

(৩) অবৈধ সন্তানের জন্মের সময় মাতা যে দেশের স্থায়ী নিবাসী ছিলেন, সন্তান জন্মগতভাবে ঐ দেশের নিবাসী হইবেন।

(৪) নতুন কোন স্থায়ী নিবাস অর্জন না হওয়া পর্যন্ত জন্মগত স্থায়ী নিবাস বহাল থাকিবে এবং জন্মগত স্থায়ী নিবাস পুন:গ্রহণের পূর্ব পর্যন্ত অথবা অন্য কোন স্থায়ী নিবাস অর্জন না হওয়া পর্যন্ত নতুন স্থায়ী নিবাস অব্যাহত থাকিবে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

(৫) (i) জন্মগত স্থায়ী নিবাসের দেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ী আবাসন স্থাপনের মাধ্যমে নতুন স্থায়ী নিবাস অর্জিত হয়।

(ii) যে দেশের স্থায়ী নিবাস অর্জন করিতে আগ্রহী, ঐ দেশের আইনে বিধান থাকার ক্ষেত্রে উক্ত বিধান অনুসরণে স্থায়ী নিবাসী হওয়ার আগ্রহ প্রকাশের ঘোষণা প্রদান করত স্থায়ী নিবাস অর্জন করিতে হইবে।

(৬) যে পিতা-মাতার স্থায়ী নিবাসের ভিত্তিতে জন্মগত স্থায়ী নিবাস অর্জিত হইয়াছে, ঐ পিতা-মাতার স্থায়ী নিবাসের ভিত্তিতেই অপ্রাপ্ত বয়স্ক সন্তানের স্থায়ী নিবাস নির্ধারিত হইবে।

তবে অপ্রাপ্ত বয়স্ক সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে বা সরকারের অধীনে কোন চাকরি গ্রহণ করিলে বা পিতা-মাতার সম্মতিক্রমে পৃথক কোন ব্যবসা আরম্ভ করিলে উক্ত ক্ষেত্রে পিতা-মাতার স্থায়ী নিবাস পরিবর্তন হইলেও উক্ত অপ্রাপ্ত বয়স্ক সন্তানের নতুন স্থায়ী নিবাস পরিবর্তন হইবে না।

(৭) স্বামী ও স্ত্রী একই দেশের স্থায়ী নিবাসী না হইলে বিবাহের পর স্ত্রী স্বামীর দেশের স্থায়ী নিবাসী হইবেন এবং বিবাহ বলবৎ থাকা কালে স্বামীর স্থায়ী নিবাসের ভিত্তিতে স্ত্রীর স্থায়ী নিবাস নির্ধারিত হইবে; তবে আইনগত ভাবে বিবাহ বিচ্ছেদ ঘটিলে অথবা স্বামীয় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হইলে স্ত্রী স্বাধীনভাবে স্থায়ী নিবাস অর্জন করিতে পারিবেন।

 

স্থায়ী নিবাস

 

(৮) উপরে বর্ণিত ক্ষেত্র ব্যতীত, অপ্রাপ্ত বয়স্ক কোন ব্যক্তি নতুন স্থায়ী নিবাস অর্জন করিতে পারিবেন না।

(৯) কোন উন্মাদ ব্যক্তি অন্য ব্যক্তির অনুসরণে ব্যতীত নতুন স্থায়ী নিবাস অর্জন করিতে পারিবে না।

আরও দেখুনঃ

Leave a Comment