আমাদের আজকের আলোচনার বিষয় আমিন বাংলাদেশের পেশাজীবী ।যা বাংলাদেশের পেশাজীবী বই এর অন্তর্ভুক্ত।
আমিন বাংলাদেশের পেশাজীবী
আমীন শব্দের অর্থ হলো বিশ্বস্ত। আমীনকে সত্যবাদী, নির্ভরযোগ্য এবং মীমাংসাকারীও বলা যায়। জমিজমা মাপ-জোঁখের কাজে আমীনের প্রয়োজন। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের শাসন আমল থেকেই আমীন প্রথার প্রচলন হয়েছে বলে ধারণা করা হয়। মুঘল শাসকরা শাসন কাজের সুবিধার জন্য এদেশে পরগণা প্রথার প্রচলন করেন।
পরগণার রাজস্ব সংক্রান্ত বিষয়াদির সাথে আমীন জড়িত ছিল। মুসলিম শাসনালে আমীন রাজস্ব অফিসের হিসাব সংক্রান্ত কাজ করতো। তারীখ-ই-শেরশাহী গ্রন্থ থেকে আমীনদের দায়িত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। সে সময় পথের সংকীর্ণতার জন্য সৈন্য চলাচলকালে অনিবার্য কারণে কোনো ক্ষেতের ফসল নষ্ট হলে শেরশাহ আমীনদেরকে একজন পরিমাপকারীসহ সেখানে পাঠিয়ে দিতেন।
আমিন বিনষ্ট ফসলের পরিমাপ করতেন। তিনি অর্থ দিয়ে বিনষ্ট ফসলের ক্ষতিপূরণ করতেন। আমীনদের কাজ ছিল জমিজমা মাপ-জোঁখ করা। এছাড়া আমীনরা জমিতে উৎপন্ন ফসলের পরিমাপও করতেন। সে সময় প্রতি পরগণায় আমীন, কারকুন ও অন্যান্যদেরকে পাঠানো হতো। তারা প্রতি গ্রামের প্রতি মৌজার ও প্রতি রায়তের আবাদী ও অনাবাদী জমি পরিমাপ করতেন এবং বন্দোবস্ত দিতেন।

রাজস্ব নির্ধারণের জন্য জমির পরিমাপ করার প্রয়োজন হতো। আমীন পরগণার রাজস্ব নির্ধারণের দায়িত্ব পালন করতেন। অনেক সময় রাজস্ব নির্ধারণের বিষয়ে আমীনকে সরকার ও কৃষকের মধ্যে মধ্যস্থাকারীর ভূমিকা পালন করতে হতো। বাদায়ূনী উল্লেখ করেছেন মুনসেফ বলতে আমীনকে বুঝায়। রসিকদাস ক্রোরীর নিকট পাঠানো সম্রাট আওরঙ্গজেবের ফরমানে আমীনের উল্লেখ পাওয়া যায়।
তৎকালীন পাকিস্তান বর্তমানে বাংলাদেশ সরকার নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভূমি জরিপ করে থাকে। ভূমি জরিপের কাজে বদর আমিন, চেনম্যান, আমীন প্রয়োজন হয়। বাংলাদেশের সেটেলমেন্ট অফিস এবং তহশিল অফিসের সাথে আমীনরা সংশ্লিষ্ট। এছাড়াও ব্যক্তি/প্রতিষ্ঠানের জমিজমা পরিমাপের জন্য আমীনরা কাজ করে থাকে।
জমি পরিমাপের জন্য আমীনরা নক্সা, স্কেল, কম্পাস ইত্যাদি ব্যবহার করে। বর্তমানে জমিজমার মাপ- ঝোক, জমির নক্সা তৈরি ইত্যাদি কাজ সিভিল ইঞ্জিনিয়াররা এবং বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকে। ফলে আমিনদের কদর কমেছে।
আরও দেখুনঃ