পেনশন-সাধারণ বিধিসমূহ

পেনশন-সাধারণ বিধিসমূহ, সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন বিধিমালা জানা থাকাটা জরুরী। ব্যক্তি পেনশন ও পারিবারিক পেনশন সংক্রান্ত অসংখ্য বিধি বিধান রয়েছে যার কিছু অংশ জানা থাকলেও পেনশন পেতে সহজ হবে। নিচে পেনশন বিধিমালা সংক্রান্ত একটি ই বুক এর লিংক দেওয়া হলো। পেনশনের নতুন নিয়ম ২০২৩

Table of Contents

পেনশন-সাধারণ বিধিসমূহ

 

পেনশন-সাধারণ বিধিসমূহ

 

সূচিপত্র

  • পেনশন কি?

  • বিভিন্ন প্রকার পেনশন।

  • অসাধারণ পেনশন।

  • বিভিন্ন প্রকার অবসর।

  • অবসর বা মৃত্যুজনিত কারণে প্রাপ্য সুবিধাদি।

  • পেনশন যোগ্য চাকরি।

  • পেনশনযোগ্য চাকরিকাল গণনা সংক্রান্ত বিধান।

  • যে যে ক্ষেত্রে পেনশনের দাবী গ্রহণ যোগ্য নয়।

  • পেনশন প্রাপ্তি যোগ্যতা, শর্ত ও নিয়মাবলী।

  • পেনশন সংক্রান্ত অন্যান্য বিধান।

  • পেনশনারের চুক্তিভিত্তিক নিয়োগ।

  • অবসর উত্তর ছুটি।

  • ছুটির নগদায়ন।

  • পেনশন কন্ট্রিবিউশন জমাদান।

  • পেনশন সমর্পন।

  • পেনশন টেবিল।

  • আনুতোষিক হার পুন নির্ধারণ।

  • চাকরি পেনশনযোগ্য হওয়ার আগে স্বাস্থ্যগত কারণে অক্ষম হইয়া পড়া অথবা চাকরি পেনশনযোগ্য হওয়ার আগে মৃত্যুবরণকারী কর্মচারীকে/পরিবারকে এককালীন বিশেষ আর্থিক সহায়তা প্রদান।

  • অবসরভোগীদের পেনশন বৃদ্ধি ও সর্বনিম্ন পেনশন নির্ধারণ।

  • পেনশনের সর্বোচ্চ পরিমাণ।

  • পেনশন ও আনুতোষিক নির্ণয়।

  • পারিবারের সংজ্ঞা।

  • স্ত্রী কর্তৃক স্বামীকে পরিবারের সদস্য বর্হিভূত করার ক্ষমতা।

  • বিচ্ছেদপ্রাপ্ত স্ত্রীকে পরিবারের সদস্যভূক্ত রাখার ক্ষমতা।

  • উত্তরাধীকার মনোনয়ন।

  • পেনশনও আনুতোষিকের উদ্দেশ্যে মনোনয়ণ প্রাপ্তি যোগ্য ব্যক্তিগণ।

  • মনোনীত ব্যক্তি অধিকার।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

  • মনোনয়নের কোন অংশ বাতিল হওয়ার ক্ষেত্রে বা কোন অংশের মনোনয়ন না থাকার ক্ষেত্রে বিধান।

  • কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে আনুতোষিক প্রদান।

  • পারিবারিক পেনশন পরিশোধ।

  • পরিবারের সকল সদস্যের ভরণপোষনের জন্য পেনশন মঞ্জুর।

  • পরিবারের নির্ভরশীল সদস্যদের অনুকুলে পেনশন মঞ্জুর।

  • পেনশন ভোগকারী ব্যক্তি যে যে কারণে পেনশন প্রাপ্তির যোগ্যতা হারায়।

  • একাধিক স্ত্রীর ক্ষেত্রে আনুতোষিক ও পেনশন বন্টন পদ্ধতি।

  • যে যে কারণে স্বামী পেনশন/আনুতোষিক প্রাপ্তিতে বঞ্চিত হইতে পারে।

  • যে যে কারণে স্ত্রী আনুতোষিক /পেনশন হইতে বঞ্চিত হইতে পারে।

  • পুর্নবিবাহের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী পেনশন পাইবেন না।

  • প্রতিবন্ধী সন্তানের আজীবন পেনশন প্রাপ্তির অধিকার।

  • পেনশন অযোগ্য ভাতাদি।

  • পেনশন ও আনুতোষিক পরিশোধ পদ্ধতি।

  • পেনশনারের সনাক্তকরণ এবং প্রতিনিধির মাধ্যমে পরিশোধ।

  • পেনশনপ্রাপ্ত ব্যক্তি পারিবারিক পেনশন প্রাপ্তির অধিকার।

 

পেনশন-সাধারণ বিধিসমূহ

 

  • কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে আনুতোষিক প্রদান।

  • কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে পেনশন প্রদান।

আরও দেখুনঃ

Leave a Comment