সমাজ পরিবেশ ও পেশা বাংলাদেশের পেশাজীবী

আমাদের আজকের আলোচনার বিষয় সমাজ পরিবেশ ও পেশা।যা বাংলাদেশের পেশাজীবী বই এর অন্তর্ভুক্ত।

সমাজ পরিবেশ ও পেশা বাংলাদেশের পেশাজীবী

মানুষ সামাজিক জীব। মিলেমিশে একসাথে বসবাস করার মধ্য দিয়েই মানুষ সমাজ গড়ে তোলে। পারস্পরিক নির্ভরতার কারণেই মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে। আদিম সমাজেও মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বাস করতো। আমাদের জীবন ধারণের জন্য বিভিন্ন দ্রব্যাদির প্রয়োজন রয়েছে। মানুষ বিভিন্ন বৃত্তি গ্রহণের মাধ্যমে এসমস্ত প্রয়োজন পূরণ করে।

 

সমাজ পরিবেশ ও পেশা বাংলাদেশের পেশাজীবী

 

পরিবেশ ও সমাজব্যবস্থা আমাদের জীবিকা বা পেশার উৎস। সমাজের চাহিদা মেটানোর জন্য পরিবেশ ও সমাজ ব্যবস্থা থেকে আমরা এক এক জন এক এক পেশা অবলম্বন করি। পরিবেশ মানুষের জীবন ধারণ পদ্ধতির প্রধান উপাদান। পরিবেশ দ্বারা সমাজ প্রবর্তিত হয়, বিজ্ঞান ও প্রযুক্তির দ্বারা পরিবেশ প্রভাবিত হয়। সমাজ পরিবর্তনশীল। পরিবর্তনের মধ্য দিয়েই সমাজ এগিয়ে যায়।

আদিম সমাজ ও আজকের সমাজের মধ্যে আমরা বিস্তর পার্থক্য দেখতে পাই। সামাজিক পরিবর্তনের সাথে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে। আগুনের আবিষ্কার, কৃষিযুগের সূচনা এবং শিল্পবিপ্লব সমাজ জীবনকে প্রবলভাবে আলোড়িত করেছিল, এবং মানুষের জীবনধারা ও সমাজব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছিল। সমাজ পরিবর্তনের সাথে সাথে জীবন ধারণ পদ্ধতিরও পরিবর্তন ঘটে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সামাজিক পরিবর্তনের সাথে নতুন নতুন পেশার উদ্ভব হয়। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় বিচিত্র পেশার প্রচলন ঘটেছে। এদেশের অনেক পেশা দীর্ঘদিনের লালিত। সমাজ পরিবর্তনের মধ্য দিয়েও সে সমস্ত পেশা কিছু ব্যতিক্রম ছাড়া বংশ পরম্পরায় এ পেশাই চলে আসছে।

আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। মাটি বায়ু, পানি,নদ-নদী, খাল-বিল, পাহাড়-পর্বত, আবহাওয়া, উদ্ভিদ ও প্রাণী এসব কিছু নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ। আমাদের আচার-ব্যবহার, জাতি, ধর্ম, সংস্কৃতি, লোকবিশ্বাস ইত্যাদি নিয়ে আমাদের সামাজিক পরিবেশ।

মানুষের জীবন ও জীবিকা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ দ্বারা আবর্তিত। পরিবেশের বিভিন্নতার কারণে বিভিন্ন সমাজব্যবস্থা গড়ে উঠেছে। পৃথিবীর বিভিন্ন সমাজব্যবস্থা গড়ে ওঠার পেছনে সে স্থানের ভৌগোলিক পরিবেশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

সমাজ পরিবেশ ও পেশা বাংলাদেশের পেশাজীবী

 

মানুষের জীবনযাত্রার উপর আবহাওয়া, জলবায়ু, ভূ-প্রকৃতি, নদী-নালা, পাহাড়-পর্বত, উদ্ভিদ, প্রাণী, জাতি, ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব রয়েছে। পরিবেশের বিভিন্নতার কারণে জীবনযাত্রা প্রণালী ও পেশার বিভিন্নতা পরিলক্ষিত হয়। শীতপ্রধান দেশের লোকেরা একটু বেশি পরিশ্রমী ও কর্মঠ হয়।

আবার গ্রীষ্মপ্রধান দেশের লোকেরা কম পরিশ্রমী ও কর্মবিমুখ হয়। যে সমস্ত স্থানের জমি উর্বর, বৃষ্টিপাত নিয়মিত হয়, ফসল উৎপাদন পর্যাপ্ত, ভূমি সমতল, যাতায়াত ও জীবনযাত্রা সহজ সে সমস্ত স্থানে গড়ে উঠেছে এক ধরনের সমাজব্যবস্থা। গড়ে উঠেছে এক ধরনের বৃত্তি বা পেশা। আবার মরুভূমি ও পাহাড়ি অঞ্চলের আবহাওয়া প্রতিকূল।

সেখানে বেশি শীত, অসহিষ্ণু গরম। খাদ্যের প্রচণ্ড অভাব। সেখানে ভিন্ন ধরনের সমাজব্যবস্থা গড়ে উঠেছে। সৃষ্টি হয়েছে ভিন্নধর্মী পেশার। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে আমাদের কিছুটা জানা প্রয়োজন।

 

আরও দেখুনঃ

Leave a Comment