সম্ভাবনাময় পেশা : আউটসোর্সিং

সম্ভাবনাময় পেশা : আউটসোর্সিং আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা” এর  “কর্মক্ষেত্র নির্বাচন এবং ক্যারিয়ার উন্নয়ন” ইউনিট ৪ এর অন্তর্ভুক্ত।

 

সম্ভাবনাময় পেশা : আউটসোর্সিং

 

ঘরে বসে নিজের মেধাকে কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে আয়ের পথ তৈরি হয় তাই আউটসোর্সিং। লেখাপড়া শেষ করে বেকার না থাকার জন্য অথবা লেখাপড়ার পাশাপাশি ব্যক্তিগত অর্থ উপার্জনের জন্য আউটসোর্সিং এর উপায়গুলো নিয়ে আলোচনা করা হ’ল । দৈনিক প্রথম আলো ০২ মার্চ ২০১৪ এর রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ছয়কোটি লোক বেকার হবে যার অর্ধেকেই ন্যূনতম স্নাতক পাশ। একজন ব্যক্তি স্নাতক শেষ করার পর যদি মাসে ২০,০০০ টাকা মানের কর্মসংস্থানও পান তাহলে চিন্তা করুন ১৬ বছর পড়ালেখার বিনিময়ে তাঁর এই কী অর্জন! তবে হ্যাঁ, অবশ্যই এর চেয়ে ভাল চিত্রও রয়েছে।

আমাদের দেশে প্রচুর মেধা রয়েছে কিন্তু পর্যাপ্ত কর্মক্ষেত্র ও সুযোগ সুবিধার অভাবে তার মূল্যায়ন হচ্ছে না। তবে বর্তমান সরকার তথ্য প্রযুক্তির এ খাতকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান বাস্তাবায়নে আউটসোর্সিং একটি যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, “আউটসোর্সিং এর সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে পারলে একজন ব্যক্তিকেও আর জীবিকার জন্য বিদেশ যেতে হবে না।” প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যারিয়ার গঠনে আপনারা উল্লেখিত ক্ষেত্রসমূহে বিরাট অবদান রাখতে পারেন। এ জন্য একটি ক্ষেত্র এখনই বেছে নিন। আউটসোর্সিং সময়ের আলোচিত শব্দ।

এর মাধ্যমে অনেকে ঘরে বসে বা স্বল্প পরিশ্রমে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছেন। জীবনে স্বচ্ছলভাবে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন অনস্বীকার্য। আপনি যদি উচ্চ শিক্ষা অর্জন করতে নাও পারেন তাতে কী? কারিগরি বা হাতে কলমে শিক্ষা অর্জন করে পেশায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।

 

সম্ভাবনাময় পেশা

 

অনলাইন বিজ্ঞাপণ মাধ্যম। যে মাধ্যমকে কাজে লাগিয়ে google সারা বিশ্বে বিভিন্ন ওয়েব সাইট বা ব্লগের মাধ্যমে তার বিজ্ঞাপণ প্রচার করে থাকে। একথা বললে অতি উক্তি হবে না- টিভি বিজ্ঞাপণের অনলাইন ভার্সন। এ পদ্ধতিতে google Partner হয়ে বিজ্ঞাপণের মাধ্যমে অর্থ উপার্জনের এ মাধ্যমকেই Adsense বলে। এ পদ্ধতিতে আয় করতে হলে দরকার শুধুমাত্র একটি ওয়েব সাইট বা ব্লগ ও আনুসাঙ্গিক কার্যক্রম। আউট সোর্সিং এর কাজ করার পূর্বে নিজেকে দক্ষ করে তুলতে হবে। কারণ দক্ষতা অর্জন করা ব্যতীত এ পেশায় সফলতা লাভ করা দূরহ ব্যাপার। এখানে আরো কয়েকটি ওয়েব সাইটের ঠিকানা দেওয়া হলো www.getacoder.com, www.guru.com, www.worker.com, www.scriptlance.com ইত্যাদি।

 

Google news logo সম্ভাবনাময় পেশা : আউটসোর্সিং
আমাদের গুগল নিউজ ফলো করুন

 

অনুশীলনমূলক কাজঃ

  • “আউটসোর্সিং একটি যুগোপযোগী স্বাধীন পেশা”-ব্যাখ্যা করুন।

 

সারসংক্ষেপ

হাঁ বন্ধুরা, দিন দিন মুক্ত পেশা বা আউট সোর্সিং এর ক্ষেত্র বাড়ছে। ওয়েব সাইটের ঠিকানাও বাড়ছে। সচেতন থাকুন এবং খুঁজে নিন লাভবান ওয়েবসাইটটিকে। লেগে যান অর্থ উপার্জনে।

 

আরও পড়ুন….

Leave a Comment