বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা (সৃজনশীল ) সূচিপত্র

বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা (সৃজনশীল ):  ক্যারিয়ার শিক্ষা বইটি “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়” এর “সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট প্রোগ্রাম
(এসএসসি প্রোগ্রাম)” এর একটি পাঠ্যবই। বইটি রচনা করেছেন – মোঃ জহুরুল ইসলাম, নাসরিন জাকিয়া সুলতানা, মীর আবু সালেহ শামসুদ্দিন (শিশির), মোঃ রফিকুল ইসলাম তালুকদার। বইটি সম্পাদনা করেছেন – ড. মোঃ আবুল ইহসান এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্বপালন করেছেন – মোঃ জহুরুল ইসলাম।

বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা (সৃজনশীল ) - বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় logo

বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা (সৃজনশীল )

 

শিক্ষা জাতীয় উনড়বয়নের চাবিকাঠি। সুদক্ষ জাতি গঠনে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করা ও প্রাথমিক স্তরের অর্জিত শিক্ষার মৌলিক জ্ঞান ও দক্ষতা স¤প্রসারিত ও সুসংহত করার মাধ্যমে উচ্চতর শিক্ষার যোগ্য করে গড়ে তোলা।

জাতীয় শিক্ষানীতি-২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্তরের শিক্ষাμমে দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত উনড়বতি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, সমকালীন চাহিদা ও পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নিয়েছে।

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে টিকিয়ে রাখার জন্য ক্যারিয়ার শিক্ষা বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। শিক্ষার পাশাপাশি বা শিক্ষা অর্জন শেষে নিজেকে কর্মে সম্পৃক্ত করার জন্য কোন ধরনের শিক্ষা অর্জন করে দক্ষতা বৃদ্ধি করা যাবে তা ভাবনার সময় এখনই। সে বিবেচনায় নবম-দশম শ্রেণিতে ক্যারিয়ার শিক্ষা বিষয়টি সংযোজন করা হয়েছে।

ক্যারিয়ার শিক্ষা সময়ের প্রতিধ্বনি। মাধ্যমিক শিক্ষা শেষে অনেক শিক্ষার্থী জীবিকার পথ বেছে নেন, উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ থাকে না তাই তারা ক্যারিয়ার শিক্ষা পাঠের মাধ্যমে কর্মে নিয়োজিত হওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন। আর যারা উচ্চ শিক্ষা গ্রহণ করবেন তারা এ স্তর থেকে লক্ষ ও উদ্দেশ্য স্থির করে গন্তব্যে পৌঁছার প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে পারবেন।

সবকিছুই একটা মনস্তাত্তি¡ক ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাই মনোবৈজ্ঞানিক ভাবনাকে মাথায় রেখে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেয়া হয়েছে। জেন্ডার সমতাও রক্ষা করা হয়েছে। এই শিক্ষাμমকে এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা ক্যারিয়ার শিক্ষা গ্রহণে উদ্যোগী হন এবং উদ্যোগ গ্রহণ করার সহায়ক সেবা কোথা থেকে পাওয়া যায় এবং কিভাবে তা বাস্তবায়ন করা যায় তা সহজে অনুধাবন ও বিশ্লেষণ করতে পারবেন।

নতুন এই শিক্ষাক্রমের আলোকে দূরশিক্ষণ পদ্ধতির শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এসএসসি প্রোগ্রামের স্ব-শিখন পাঠসামগ্রী হিসেবে ক্যারিয়ার শিক্ষা বইটি রচিত হয়েছে। দূরশিক্ষণ পদ্ধতির মূল কথাই হল স্বনির্ভর পাঠ ব্যবস্থাপনা। এ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থী নিজ দায়িত্বে নিজের সুবিধামতো সময়ে শেখার কাজে নিয়োজিত হন।

পাঠসামগ্রী উপস্থাপনার এ পদ্ধতি মড্যুলার পদ্ধতি নামে পরিচিত। এটি একইসাথে পাঠ্যপুস্তক ও শিক্ষকের ভ‚মিকা পালন করে। এতে শিক্ষার্থীরা শিক্ষকের সরাসরি সহায়তা ছাড়া নিজেই পড়াশোনা করতে পারেন। এ কারণেই বইটির বিষয়বস্তু যতদূর সম্ভব নিজে পড়ে বোঝার উপযোগী করে রচনা করা হয়েছে। কোর্স বইটির ভাবগত ঐক্য রক্ষা করে পাঠের বিষয়বস্তুকে কতগুলো ইউনিট ভাগ করা হয়েছে।

আবার ইউনিটগুলোকে কতগুলো পাঠে ভাগ করা হয়েছে। প্রতি ইউনিটের শুরুতে ভূমিকা দেয়া হয়েছে। স্বতন্ত্র এ ইউনিটগুলো পড়লে বিশিষ্ট কোন্ দিকগুলো জানা যাবে তা ইউনিটের উদ্দেশ্যে বলা আছে। ইউনিটটি কত সময়ে শেষ করতে হবে তা ইউনিটের শুরুতে উল্লেখ করা আছে এবং ইউনিটে কতগুলো পাঠ আছে তাও উল্লেখ করা আছে।

আবার, প্রতিটি পাঠের শুরুতে ঐ পাঠের শিখনফল/উদ্দেশ্য যুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থী শিখনফল অনুযায়ী জ্ঞান অর্জিত হলো কি না তা যাচাই করতে পারেন। শিক্ষার্থীকে প্রতিটি মূলপাঠ অবশ্যই বুঝে পড়তে হবে। প্রতিটি পাঠের শেষে ঐ পাঠের সারসংক্ষেপ দেয়া আছে। এছাড়া শিক্ষার্থীর স্ব-মূল্যায়নের উদ্দেশ্যে প্রতিটি পাঠের শেষে পাঠোত্তর মূল্যায়নে এবং ইউনিটের শেষে চূড়ান্ত মূল্যায়নে বহু নির্বাচনি প্রশড়ব ও বিভিনড়ব সমস্যা দেয়া হয়েছে।

 

252x68 px White

 

সূচিপত্র

ইউনিট – ১ : ক্যারিয়ারের ধারণা

 

ইউনিট – ২ : ক্যারিয়ার গঠনের উপাদান ও কৌশল

ইউনিট – ৩ : ক্যারিয়ার গঠনে সংযোগ স্থাপন ও আচরণ

 

ইউনিট-৪ : কর্মক্ষেত্র নির্বাচন এবং ক্যারিয়ার উন্নয়ন

মানবণ্টন ও নমুনা প্রশ্ন

 

252x68 px White

 

অধ্যয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা:

শিক্ষার্থীরা যাতে এই বই পড়ে অধিকতর সুফল লাভ করতে পারেন সেজন্য নিচে কিছু নির্দেশনা তুলে ধরা হল :

  • ইউনিটের শিরোনাম, ভ‚মিকা ও উদ্দেশ্য পড়ে সম্ভাব্য বিষয়বস্তু কী হতে পারে সে সম্পর্কে ধারণা করুন।
  • পাঠের সবগুলো ‘উদ্দেশ্য’ পড়ে এই পাঠ থেকে কী কী শিখতে পারবেন তা জেনে নিন।
  • এরপর মূলপাঠ ভালোভাবে অধ্যয়ন করুন। অধ্যয়নের পর শিখনফলগুলো অর্জিত হল কি না তা ভালোভাবে যাচাই করুন। যদি শিখনফল অর্জিত না হয় তাহলে বিষয়বস্তু পুনরায় অধ্যয়ন করুন। কোথাও চিত্র থাকলে চিত্রের সাথে বিষয়বস্তু মিলিয়ে পড়ুন।
  • কোন ইউনিটের বিষয়বস্তু অধ্যয়নের সময় যে বিষয়গুলো অপেক্ষাকৃত কঠিন/দুর্বোধ্য মনে হয়েছে তা চিহ্নিত করে আপনার নোট খাতায় লিপিবদ্ধ করুন এবং কঠিন বিষয়গুলো সমাধানের জন্য বিষয়বস্তু পুনরায় অধ্যয়ন করুন।
  • প্রতিটি ইউনিটের বিষয়গুলো ভালভাবে বোঝার ক্ষেত্রে অনুশীলনের জন্য প্রতিটি ইউনিটের প্রতিটি পাঠে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীর কাজ (অ্যাকটিভিটি) সংযোজন করা রয়েছে। ইউনিটের বিষয়বস্তু ভালভাবে অধ্যয়ন করে অ্যাকটিভিটিগুলো সম্পনড়ব করুন।
  • অধ্যয়নের শেষে পাঠোত্তর মূল্যায়নের সমস্যাগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করুন। বই-এর শেষে দেওয়া উত্তরমালার সাথে আপনার উত্তর মিলিয়ে দেখুন। সবগুলো প্রশেড়বর উত্তর সঠিক না হলে এই পাঠটি আবারও ভাল করে পড়ুন এবং সমস্যার সঠিক সমাধানের চেষ্টা করুন। চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করুন। প্রয়োজনে সহপাঠিদের সাথে সমস্যার বিষয়গুলো নিয়ে আলোচনা করুন, দেখবেন সমাধানের পথ সহজ হয়ে গেছে।
  • ওপেন স্কুলের এই বইটি ছাড়াও স্থানীয় স্টাডি সেন্টারে আপনার জন্য টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে। আপনি প্র মেই আপনার বিষয়ে কতটি টিউটোরিয়াল ক্লাস পাবেন তা আপনার স্টাডি সেন্টার থেকে জেনে নিন এবং আপনার স্টাডি সেন্টারের প্রতিটি টিউটোরিয়াল ক্লাসে অংশগ্রহণ করুন।
  • টিউটোরিয়াল সার্ভিসকে কার্যপোযোগী করতে আপনার পাঠ্যপুস্তকটির সকল ইউনিটকে কতটি অংশে ভাগ করে নিন। প্রত্যেক টিউটোরিয়াল ক্লাসে যাওয়ার আগে আপনার ভাগকৃত অংশটি ভালোভাবে অধ্যয়ন করুন। কোনো ইউনিটের বিষয়বস্তু অধ্যয়নের সময় যে বিষয়গুলো অপেক্ষাকৃত কঠিন/দুর্বোধ্য মনে হয়েছে তা চিহ্নিত করে আপনার নোট খাতায় লিপিবদ্ধ করুন এবং কঠিন বিষয়গুলো সমাধানের জন্য প্রয়োজনে টিউটরের (শিক্ষকের) সাহায্য নিন। একই পদ্ধতি অনুসরণ করে সবগুলো পাঠ অধ্যয়ন শেষ করুন।

 

252x68 px Dark বাউবি এসএসসি ২৩৫৮ ক্যারিয়ার শিক্ষা (সৃজনশীল ) সূচিপত্র

 

মার্জিন আইকন (Margin Icons):

কোর্সটি অধ্যয়ন করার পূর্বে কোর্সটিতে পর্যায়μমে যে সমস্ত আইকন/প্রতীক ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে আপনাকে প্রথমেই পরিচিত হতে হবে। এতে পূরো কোর্স মডিউল এর কোন্টি শিখনফল, কোন্টি বিষয়বস্তু/মূলপাঠ, কোনটি পাঠোত্তর মূল্যায়ন, কোন্টি চূড়ান্ত মূল্যায়ন ইত্যাদি সম্পর্কে সহজেই অবহিত হতে পারবেন। নিচে এই পাঠ্যপুস্তকে ব্যবহৃত বিভিন্ন আইকন বা প্রতীকগুলো দেখানো হলো।

 

পাঠ্যপুস্তকে ব্যবহৃত বিভিন্ন আইকন বা প্রতীক

 

 

আরও দেখুন:

Leave a Comment